নাশকতার সৃষ্টির অভিযোগে জামায়াত শিবিরের পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মিফতাহুল আলম, আবদুল কাইয়ুম, ইরফান ইউনুস, মোহাম্মদ আলী এবং ইমরান আলী। মঙ্গলবার রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির বলেন, মঙ্গলবার রাতে জামায়াত শিবিরের নেতা কর্মীরা মুরাদপুর এলাকায় মিছিল বের করে। তারা যান চলাচল বন্ধ করে দিয়ে বিভিন্ন স্থাপনায় নাশকতামুলক কর্মকাণ্ড পরিচালনা করে। রেল লাইন উপড়ানোর চেষ্টা করে। এসময় পুলিশ অভিযান চালালে তারা ছত্রভঙ হয়ে যায়। পরে ওই তাদের ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার