১৯ সেপ্টেম্বর, ২০২১ ২০:৩৩

চট্টগ্রামে ওসি পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ওসি পরিচয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ৩

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয়ে আসাদগঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো আজিম হোসেন প্রকাশ ইমন (২৭), মো. আরিফ হোসেন (৩০) ও মো. তারেক (২২)। রবিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।

তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে আসাদগঞ্জের ব্যবসায়ী মো. লুৎফর রহমানের কাছে কল করে কোতোয়ালী থানার ওসি বলে পরিচয় দেয় আজিম। আয়কর না দেওয়াসহ বিভিন্ন ভাবে হুমকি দেয়। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ব্যবসায়ী লুৎফর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আরিফ হোসেনের একটি নগদ নম্বরে ১ হাজার ৫০০ টাকা বিকাশে পাঠান। এরপর পুলিশকে বিষয়টি বলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হুমকি দাতাদের গ্রেফতার করা হয় এবং ২টি মোবাইল সেট জব্দ করা হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর