উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে প্রায় ৫ ফুট লম্বা ৪০ কেজি ওজনের একটি ডলফিন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার হালদা নদীর মদুনাঘাট বড়ুয়া পাড়া এলাকা থেকে এ ডলফিনটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর ডলফিনটি চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিকে হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত হালদা থেকে মৃত অবস্থায় ৩০টি ডলফিন উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সদরঘাট নৌ থানার টহল টিম হালদায় নিয়মিত টহলে গেলে মৃত ডলফিনটি দেখতে পায়। পরে রামদাস মুন্সিহাট নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন বিভাগ এবং আইডিএফের প্রতিনিধির উপস্থিতিতে চবি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিকে হস্তান্তর করা হয়।
হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদা থেকে উদ্ধার হওয়া ডলফিনটি ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়েছে। ডলফিনটি পচে যাওয়ায় দেহে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন