চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে মাদ্রাসার নামকরণকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় উপস্থিত স্থানীয় বাসিন্দা রুহুল আমীন নামের (৭০) এক বৃদ্ধা স্ট্রোক করে মারা গেছেন। শুক্রবার জুমার নামাজের শেষে মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।
তিনি বলেন, মাদ্রাসার নামকরণ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হলে তাদের মধ্যস্থতা করতে যায় বৃদ্ধা লোকটি। এসময় হঠাৎ করে মাথা ঘুরে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে গেলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসকরা বলছেন, তিনি স্ট্রোক করে মারা গেছেন এবং বার্ধক্যজনিত বিভিন্ন ব্যাধিতে আক্রান্তও ছিলেন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম