চট্টগ্রাম নগরে ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলায় রাজিব দাস নামে এক বোট মালিককে দুটি ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তিন জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়। রবিবার বিকেলে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরিফুল আলমের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, পতেঙ্গা থানায় ১৪ লাখ ইয়াবার উদ্ধার মামলায় বোট মালিক রাজীব দাসের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পৃথক ধারায় ১০ বছর ও ৫ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে অর্থদন্ড দেয়া হয়। আদালত উভয়দণ্ড একত্রে চলার আদেশ দিয়েছেন আদালত। মামলায় অন্য আসামি খোকন দাস, মো. জাহাঙ্গীর আলম ও মো. সেকান্দার আলীর বিরুদ্ধে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে অপরাধের অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের খালাস দিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম