২৭ জানুয়ারি, ২০২২ ২০:১৫

চট্টগ্রামে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র প্রচারণা শুরু

ভারতের পর্যটন দিবস উপলক্ষে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্রচারণা শুরু করেছে চট্টগ্রামস্থ ভারতের সহকারি হাইকমিশন। 

বৃহস্পতিবার বিকেলে নগরীর খুলশীস্থ একটি রেস্তোয়ায় এ কর্মসূচীর উদ্বোধন করেন ভারতের সহকারি হাইকমিশনার ড. রাজিব রঞ্জন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাই কমিশনের দ্বিতীয় সেক্রেটারি উদুধ য্যা।

অনুষ্ঠানে শুরুতে ভারতের বৈচিত্র, ঐতিহ্য, সংস্কৃতি এবং সৌন্দর্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে নিজেদের অনুভুতি তুলে ধরেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে রাজিব রঞ্জন বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক শুধু ভৌগোলিক কিংবা অর্থনৈতিক নয়। এ সম্পর্ক আত্মার। ভারত বাংলাদেশকে আত্মার আত্মীয় মনে করে। এ সম্পর্ক দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বের বিচারে প্রতিনিয়ত ভিসা ব্যবস্থা সহজ থেকে সহজ করার প্রক্রিয়া করছে ভারত।’ তিনি বলেন, ‘পর্যটন ভারতের অর্থনৈতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। কিন্তু করোনা প্রাদুর্ভাব পরিস্থিতির কারণে পর্যটন শিল্প থমকে দাঁড়িয়েছে। এমন পরিস্থির মধ্যে পর্যটন শিল্পকে ঘুরে দাঁড় করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারী উদুধ য্যা বলেন, ‘বর্তমানে বিশ্বে করোনার তৃতীয় ঢেউ চলছে। করোনা প্রাদুর্ভাব পরিস্থির কারণে গণহারে ভিসা দেয়া হচ্ছে না। তবে করোনা পরিস্থিতির উন্নতির সাথে সাথে এ ভিসা নীতি  আরো সহজতর করবে ভারত।’ 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর