চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি বলেছেন, দেশের প্রত্যেক মানুষকে সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত আছে। বিশ্বে ২০০ দেশের মধ্যে কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রমে বাংলাদেশের স্থান দশম। চট্টগ্রাম জেলা ও মহানগরে এ পর্যন্ত ৭০ শতাংশ- ১ কোটি ৮ লাখ মানুষ কোভিড ভ্যাকসিনের আওতায় এসেছে। তাছাড়া নগরীর ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে জনসন কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান অব্যাহত আছে।
বুধবার সকালে নগরীর কোতোয়ালী থানাধীন খলিফাপট্টি, বান্ডেল রোডের মেথরপট্টির সাধু তারাচরণ সেবাশ্রম, হাজারী লেইনের শিব মন্দির, চান্দগাঁও থানাধীন বহদ্দার হাট ও বাকলিয়া থানাধীন নোমান কলেজ এলাকার তৃতীয় পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৬, ২০ ও ৩২নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্তের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক সুজন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের স্বাস্থ্য শিক্ষাবিদ সম্পদ দে, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষাবিদ প্রবীর মিত্র প্রমুখ।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, সরকারের নির্দেশনায় ভাসমান মানুষগুলোকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে নগরীর এক লাখ ভাসমান ও ছিন্নমূল মানুষকে জনসন কোভিড-১৯ টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভাসমান ও ছিন্নমূল মানুষেরা সুরক্ষিত না থাকলে আমরা কেউ সুরক্ষিত থাকবে না।
বিডি প্রতিদিন/এএম