বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেতে যোগ্যতা যাচাই-বাছাই শুরু হয়েছে চট্টগ্রাম জেলায়ও। মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম পুলিশ লাইনে এই নিয়োগ প্রক্রিয়ার শারীরিক পরীক্ষার মধ্যে ছিল দৌড়, পুশআপ, লং জ্যাম্প, হাই জ্যাম্প, ড্রাগিং, রোপ ক্লাইমিং। গত সোমবারও ছিল এ পরীক্ষা। এই কনস্টেবল পদে চট্টগ্রাম জেলায় নিয়োগ পাবেন নারী-পুরুষ মিলে মোট ২১২ জন কনস্টেবল। এদের মধ্যে পুরুষ রয়েছে ১৮০ জন এবং মহিলা রয়েছে ৩২ জন।
এই কনস্টেবল পদে নিয়োগ পেতে মোট ৫ হাজার ৯৩৩ জনের আবেদন জমা পড়েছে। ফলে ১টি আসনের বিপরিতে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ২৮ জন। তবে কনস্টেবল পদে নিয়োগ পেতে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন শতশত নিয়োগ পরীক্ষার্থী। বিভিন্ন শৃংখলার মধ্য দিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।
কনস্টেবল পদে চাকরির জন্য শারিরীক পরীক্ষায় অংশ নিতে আসা একজন নিয়োগ প্রার্থীর (কনস্টেবল শিক্ষার্থী) অভিভাবক বলেন, এখানে সকাল থেকেই অপেক্ষা করছি। আশা করি শারিরীক গঠনে উত্তীর্ণ হবে। দেখলাম, আবার অনেকেই উত্তীর্ণ হবেন না। তারপরও পিতা-মাতাসহ ঘনিষ্ঠ আত্বীয়রা অনেক আশা নিয়ে এখানে এসেছেন বলে জানান তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কনস্টেবল পদে নিয়োগ পেতে চট্টগ্রাম জেলায় হাজার হাজার আবেদন এসেছে। এই আবেদনগুলোর মাধ্যমে পরীক্ষায় উপস্থিতও দেখা গেছে লক্ষ্যনীয়। বর্তমানে প্রাথমিক যাচাই-বাছাইয়ে নিয়োগ প্রক্রিয়ায় অনেকে শারীরিক গঠনে বা নানা সমস্যায় উত্তীর্ণ হবে না। এরপর যারা উত্তীর্ণ হবেন, তাদের মধ্য থেকে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন নিয়োগ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। নিয়মতান্ত্রিকভাবেই সকল কাজগুলো সম্পন্ন করা হবে। এতে কোন ধরণের দালাল চক্র নেই। এ বিষয়ে কঠোর নির্দেশনা ও মনিটরিং করা হচ্ছে। তাছাড়া গোয়েন্দা নজরদারীর পাশাপাশি পুলিশের একাধিক সংস্থা এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে।
জানা গেছে, মঙ্গলবার শেষ দিনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে উত্তীর্ণ হতে শারিরীক সক্ষমতা যাচাই পরীক্ষা ছিল আবেদনকারিদের। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ‘চাকরি নয়, সেবা’ এই প্রতিপাদ্যে গত ১ ফেব্রুয়ারী থেকে নিয়োগ প্রক্রিয়ায় অনলাইনে আবেদন শুরু হয়েছিল। আরো জানা গেছে, চট্টগ্রাম জেলার কনস্টেবল পদে চাকরি পেতে চট্টগ্রাম মহানগরী ছাড়াও জেলার হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, মিরসরাই, সীতাকুন্ড, দোহাজারীসহ জেলার সব উপজেলা থেকেই নিয়োগ পেতে শতশত তরুণ-তরুণী শিক্ষার্থী ভিড় জমিয়েছে। সকাল ৭টা থেকেই পুলিশ লাইনে শারীরিক পরীক্ষার জন্য প্রবেশ করানো হয়।এর আগে গত ৩১ জানুয়ারী এআইজি (রিক্রটমেন্ট ক্যারিয়ার প্লানিং-২) মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এ আদেশে সারাদেশে ৪ হাজার কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল।
বিডি প্রতিদিন/হিমেল