চট্টগ্রামের সাতকানিয়ায় সন্ত্রাসী হামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ইফতার মাহফিল পণ্ড হয়েছে।
শনিবার সাতকানিয়ার একটি রিসোর্টে এলডিপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল এলডিপির প্রেসিডন্ট কর্নেল (অব.) অলি আহমদের।
প্রধান অতিথি অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে বিকাল সাড়ে ৪টায় প্রায় ৫০ জন সশস্ত্র সন্ত্রাসী হামলা করে ইফতার মাহফিল পণ্ড করে দেয়। সেখানে দায়িত্বরত এলডিপি নেতা জসিমের মাথা ফাঁটিয়ে দেয়। এসময় সন্ত্রাসীরা ইফতারের জন্য প্রস্তুতকৃত সকল খাবার নষ্ট করে দেয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এলডিপির প্রেসিডন্ট কর্নেল (অব.) অলি আহমদ।
বিডি প্রতিদিন/আরাফাত