ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় বন্দর নগরী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে চট্টগ্রামে। ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন ১৫ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণকে প্রস্তুতি নিয়ে রাখতে বলে নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে মহানগর এলাকায়ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নানা প্রস্তুতি নিয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা যায়, সাইক্লোন প্রস্তুতি প্রকল্প কর্মসূচির আওতায় চট্টগ্রামে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবক আছেন। এর সঙ্গে আছে ৫১১টি আশ্রয়কেন্দ্র। তাছাড়া আছে রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত কর্মীবাহিনী। মজুদ রাখা হয়েছে প্রয়োজনীয় শুকনো খাবার।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী বলেন, এখন আবহাওয়া অফিস ২ নং সতর্ক বার্তা দিয়েছে। এরই মধ্যে আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে ৪ নং সতর্ক বার্তা আসলে আমাদের প্রস্তুতি পুরোদমে মাঠ পর্যায়ে শুরু হবে। বর্তমানে সাইক্লোন প্রস্তুতি প্রকল্প কর্মসূচির আওতায় চট্টগ্রামে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবক এবং ৫১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। তাছাড়া জরুরি মুহূর্তের জন্য আছে প্রয়োজনীয় শুকনো খাবার। আমাদের মূল কর্মসূচি তিনটি- আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুদ রাখা এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা। এসব নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘অশনি’ দ্রুত শক্তি বাড়াচ্ছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতি নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। ঝড়টি যেকোনো সময় গতি বদলে বাংলাদেশ বা মিয়ানমারের দিকেও বয়ে যেতে পারে। ফলে আবহাওয়া অধিদপ্তর থেকে নিয়মিতভাবে এর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর দেশের প্রধান তিন বন্দর চট্টগ্রাম, পায়রা ও মোংলা এবং কক্সবাজার উপকূলকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।
বিডি-প্রতিদিন/শফিক