কোটেড ক্যালসিয়াম কার্বোনেট ঘোষণা দিয়ে চীন থেকে আনা উচ্চ শুল্কের ১২০ টন ডেক্সট্রোজ মনোহাইট্রেট আমদানি করেছে ঢাকার একটি প্রতিষ্ঠান। এ চালানের মাধ্যমে ৪২ লাখ ১৩ হাজার টাকা শুল্ক ফাঁকির অপচেষ্টা করা হয়। পরে কায়িক পরীক্ষায় তা ধরা পড়ায় ওই প্রতিষ্ঠানের কাছ থেকে শুল্ক কর ও জরিমানা বাবদ ১ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৬২৫ টাকা ঘোষণার অতিরিক্ত আদায় করা হয়েছে। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ঢাকার বংশালের আমদানিকারক প্রতিষ্ঠান এনবি ট্রেডিং হাউস ৫টি কন্টেইনারে করে চীন থেকে চালানটি বন্দরে আনে। ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় রফতানিকারক, তৈরি দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে এ চালানে অসত্য ঘোষণার প্রাথমিক ধারণা পায়। গত ৬ এপ্রিল চালানটি বন্দরের ভেতরে খুলে এআইআর টিম পরীক্ষা করে।
শতভাগ কায়িক পরীক্ষায় দেখা গেছে বস্তাগুলোর ওপর আঠা দিয়ে লাগানো সাদা কাগজে প্রিন্ট করে কোটেড ক্যালসিয়াম কার্বোনেট লেখা রয়েছে। কিন্তু বস্তায় ঘোষিত পণ্যের পরিবর্তে ১২০ টন ডেক্সট্রোজ মনোহাইড্রেট পাওয়া যায়। পরে শুল্ক কর ও জরিমানা বাবদ আদায় করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৫৫৯ টাকা। ১ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৬২৫ টাকা ঘোষণার অতিরিক্ত আদায় করা হয়েছে।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. শরফুদ্দিন মিঞা বলেন, ‘এ চালানে ঘোষিত বিবরণ অনুযায়ী শুল্ক কর ছিল ৬ লাখ ৮২ হাজার ৭৩৩ টাকা। কায়িক পরীক্ষায় প্রাপ্ত পণ্য অনুযায়ী শুল্ক কর ও জরিমানা বাবদ আদায় করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৫৫৯ টাকা। ১ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৬২৫ টাকা ঘোষণার অতিরিক্ত আদায় করা হয়েছে।’
বিডি প্রতিদিন/আবু জাফর