চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী লরির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান কলেজ পড়ুয়া মিশু রানী দেবী পলি (১৮)। এ ঘটনার পরপরই পুলিশ এই লরিসহ চালক ও চালকের সহকারীকে আটক করেছে। নিহত মিশু রানী দেবী পলি মিরসরাই নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসা শাখার শিক্ষার্থী এবং উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্যমোহন দেবনাথের মেয়ে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কোহিনুর।
তিনি বলেন, নিজামপুর বাজারে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি দ্রæতগামী লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান কলেজ ছাত্রী পলি। এরপর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি এবং লরিচালক ও চালকের সহকারীকে আটক করি। আটককৃদের আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম