চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চুরি করে- এমন চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মেহেদী হাসান প্রকাশ তুহিন এবং মো. সৌরভ।
শনিবার ভোর রাতে চমেক হাসপাতালের ৬ষ্ঠ তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, অস্ত্র, চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, চমেক হাসপাতালে চুরি করে এমন চক্রের দুই সদস্যকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর