চট্টগ্রাম নগরীর বন্দর থানার পোর্টকলোনি এলাকার একটি পরিত্যক্ত বাসা থেকে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মেয়েটির বাবা পেশায় একজন রিকশা চালক, মা বিভিন্ন স্থানে ভিক্ষা করেন। রবিবার সকালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় সিআইডির একটি টিম কাজ করছে, পুলিশের ধারণা মেয়েটিকে গত শনিবার রাতেই ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বন্দর থানা পুলিশ জানিয়েছে, তদন্ত করে কোনো ক্লু পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক