চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘দেশে গণতন্ত্র নেই। দেশের মানুষ ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে হয়, ভোট কী জিনিস তা জনগণ ভুলে গেছে। প্রতিবাদ করলে আপনাকে মামলা দিবে, জেলে যেতে হবে, নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে।’
শুক্রবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কর্মী সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, ‘দেশে মানবাধিকার বলতে কিছুই নেই। জনগণের ভোটকে নির্বাসনে পাঠানো হয়েছে। দীর্ঘ এক যুগের অধিক মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।’
সংগঠনের বিভাগীয় সমন্বয়ক রাজীব ধর তমালের সভাপতিত্বে বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় দাস। অন্যদের মধ্যে ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে, উদয় কুসুম বড়ুয়া, নগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরীর লিটন উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত