৫ জানুয়ারি, ২০২৩ ২৩:৫৩

সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে : ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে : ডা. শাহাদাত হোসেন

বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার সাজানো মামলায় রায় দিয়ে অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। জনগণের ওপর আস্থা নেই বলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন কায়েম করেছে সরকার। ৫ জানুয়ারি ও ৩০ ডিসেম্বর ভোটারবিহীন একতরফা কারসাজির নির্বাচন বাংলাদেশের জনগণ ঘৃণাভরে বর্জন করেছে। বর্তমান সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।

বৃহস্পতিবার নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ নামে একটি সংগঠনের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, এখন নির্বাচন মানে আতঙ্ক আর বিরোধী মতের উপর মামলা, হামলা, নির্যাতন, দিনের ভোট রাতে ব্যালট বাক্স ভর্তি করা। নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটে না। সরকারের প্রশাসন ও দলীয় সন্ত্রাসের মাধ্যমে কেন্দ্র দখল করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে।

আয়োজক সংগঠনের নগর শাখার আহ্বায়ক মারুফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর। বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, মো. কামরুল ইসলাম, এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট এম আনোয়ার হোসেন ও এম লোকমান শাহ প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর