বিভিন্ন স্থানে বড় ও মাঝারি আকারের শৈত্যপ্রবাহ কাঁপছে দেশ। পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এ সময়ে হতদরিদ্র শীতার্ত চা শ্রমিকদের শীত নিবারণের চেষ্টায় শীতের উষ্ণতা বিলাতে তাদের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছে হোপ ফাউন্ডেশন।
কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়ার প্রায় ৫শ চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরান সাঈদ রবিন। তিনি বলেন, চা শ্রমিকরা মাত্র ১৭০ টাকা বেতনে কাজ করে। যেখানে একটি মানুষের দৈনিক খরচের থেকে অনেক বেশি। দারিদ্র সীমার নিচে বসবাসকারী এসব মানুষদের সহযোগীতা করে আসছে হোপ ফাউন্ডেশন বিগত ৭ বছর ধরে। শীতের গল্প বদলাতে শীতের এ মৌসুমে উষ্ণতার পরশ নিয়ে এবারও হাজির হয়েছে হোপ ফাউন্ডেশন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের এক্সিকিউটিভ বোর্ড সদস্য নাজমুল ইসলাম, সভাপতি-আশিক আমান ইতাজ, আসিবুর রহমান, আমান রেখা দত্ত, সান্তানু বড়ুয়া, আল মাহমুদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম