চট্টগ্রামে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত বারটার পর থেকে নগরীর মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গণের অস্থায়ী শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানাতে মানুষেল ঢল নামে। পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্যদিয়ে রাত ১২টা ১মিনিটে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আনুষ্ঠানিকতা।
এরপর শ্রদ্ধা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুদ্দিন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে পৃথক পৃথকভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুল দেন।
এরপর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের যৌথ উদ্যোগে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
বিডি প্রতিদিন/এএম