১৯ মার্চ, ২০২৩ ০৬:৩৭

মার্কিন প্রতিনিধি দলের জিপিএইচ কারখানা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মার্কিন প্রতিনিধি দলের  জিপিএইচ কারখানা পরিদর্শন

জিপিএইচ’র বিশ্বের সর্বাধুনিক ইস্পাত কারখানা পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিনটন স্টিলের একটি প্রতিনিধি দল। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানার বিভিন্ন প্ল্যান্ট পরিদর্শন করেন তারা। এ সময় প্রতিনিধিদলকে জিপিএইচ প্ল্যান্টে স্ক্র্যাপ প্রকিউরমেন্ট, অক্সিজেন প্ল্যান্ট, পরিবেশ বান্ধব ইস্পাত কারখানাসহ সার্বিক বিষয় অবহিত করেন জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল।

পরিদর্শনের পর প্রতিনিধি দলের প্রধান ইডোয়ারডো গনজালেজ বলেন, ‘জিপিএইচ ইস্পাতের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি সমৃদ্ধ প্ল্যান্ট বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। কিভাবে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বিশ্বমানের ইস্পাত সামগ্রী তৈরি করছে তার অভিজ্ঞতা নিতে আমরা এসেছি। এ কারখানা পুরো পরিদর্শন করেছি। তা আমাদের খুবই ভাল লেগেছে। কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি আমরাও ব্যবহারের চিন্তা করছে। তাই জিপিএইচ কারখানা পরিদর্শন করতে এসেছি। সর্বাধুনিক এ প্রযুক্তি আমাদের খুবই ভাল লেগেছে। আমাদের দেশে এ প্রযুক্তি ব্যবহার শুরু করব।

জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘উন্নত  বিশ্বের বিভিন্ন দেশ আধুনিক প্রযুক্তি সর্বপ্রথম ব্যবহার করে। কিন্তু ইস্পাত শিল্পে বাংলাদেশই প্রথম আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে। জিপিএইচ ইস্পাত রড শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস ব্যবহার করছে। এ প্রযুক্তি দেশি-বিদেশিদের কাছে অনুকরণীয় বলেই আমেরিকার মতো দেশ থেকে স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদল আমাদের প্ল্যান্ট পরিদর্শন করেছে। এ জন্য আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।’

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর