২০ মার্চ, ২০২৩ ১৭:২৩

‘নিয়ম মেনে কারখানা পরিচালনা করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘নিয়ম মেনে কারখানা পরিচালনা করতে হবে’

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, ‘শিল্পকারখানা গড়তে হলে সবার আগে শ্রমিক, মালিক ও উদ্যোক্তাদের নিরাপত্তার বিষয় দেখতে হবে। নিরাপত্তা নিশ্চিত না করে শিল্পকারখানা পরিচালনা করা যাবে না। নিয়ম-নীতির মধ্যে থেকে সবাইকে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।’

সোমবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজে অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি নিরসন ও নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অংশীজনদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যত্রতত্র অনেক কারখানা গড়ে উঠেছে। এই কারখানাগুলো এখন চাইলেও সরিয়ে নেওয়া সম্ভব নয়। কারণ এর সাথে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। সীতাকুণ্ডে অনেক ছোট ছোট কারখানা আছে। কারখানায় নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে মূলধন সংকটে পড়লে জেলা প্রশাসন সহযোগিতা করবে। বিনিয়োগ উন্নয়ন বোর্ড, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে সহজ শর্তে ঋণ পাওয়ার ব্যবস্থা করা হবে।’

জেলা প্রশাসক বলেন, গত ৪ মার্চ কদমরসুলে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়, অনেকে গুরতর আহত হয়। আট মাস আগে বিএম কনটেইনার ডিপোতে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ১১ মার্চ ইউনিটেক্স তুলার গুদামে আগুন লাগে। সীতাকুণ্ডে প্রতি বছরই দুর্ঘটনা ঘটছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যার বেশিরভাগই মানবসৃষ্ট। খুব কমই প্রকৃতিগত। এগুলো নজরদারির আওতায় আনা হবে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানের সভাপতিত্বে কর্মশালায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, জিপিএইচ ইস্পাত লিমিটেডের ডিএমডি আলমাস শিমুল, অ্যাডভাইজার কর্নেল (অব.) শওকত ওসমান বক্তব্য রাখেন।  

বিডি প্রতিদিন/এমআই    

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর