চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট প্রকল্প নির্মাণ এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ অভিযান চালান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার স্টাফ কোয়ার্টারের পাশে গোয়াছি বাগান এলাকায় চমেক বার্ন ইউনিট করা হবে।
চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম আহসান জানান, গত ১ ফেব্রুয়ারি অবৈধ বসবাসকারীদের নোটিশ দেওয়া হয়েছে সরে যাওয়ার জন্য। তারা না যাওয়ার কারণে জেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। চীনা প্রতিনিধি দল দ্রুত সময়ে বার্ন ইউনিটের কাজ শুরু করতে চায়। যার কারণে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম