নগরীর খুলশী থানার ডেভারপাড় কুসুমবাগ আবাসিক এলাকার একটি ডাস্টবিনের পাশ থেকে একটি কাটা হাত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে খুলশী থানা পুলিশ এটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার এসআই শাহেদ খাঁন।
তিনি বলেন, ডাস্টবিনে কাটা হাত দেখে পরিচ্ছন্নকর্মীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করে চমেক হাসপাতালের ফরেনসিক বিভাগে নিয়ে যাওয়া হয়। হাতটি কার তা এখনো শনাক্ত করা যায়নি।
বিডি প্রতিদিন/এমআই