২৯ মার্চ, ২০২৩ ০২:০০

অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে গ্রেফতার ১

চট্টগ্রামের চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির মূলহোতা মো. নাসেরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বেপারী পাড়া আব্দুল কাদের বাড়ির মফিজুর রহমান মিতুর ছেলে। কালুরঘাট কালুরঘাট বিদ্যুৎ বিক্রয়-বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে বরিশাল বাজার ও কালুরঘাট ভারী শিল্প এলাকায় বিদ্যুৎ চুরির বিষয়ে অভিযোগ পাচ্ছিলাম। কিন্তু কে বা কারা এর সাথে জড়িত রয়েছে, তাদের খুঁজে পাচ্ছিলাম না। মঙ্গলবার সকালে এক চোর অবৈধ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে খবর পাওয়ার সাথে সাথে অভিযান পরিচালনা করে মো. নাসেরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা ও গ্রেপ্তারি ওয়ারেন্ট ছিল।

অভিযানে কালুরঘাট বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মঈনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আলিউল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, ইকবাল হোসেন, মারুফুর রহমান, চান্দগাঁও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর