চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, মাতৃসদন হাসপাতালের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাসপাতালের অপারেশন থিয়েটার, লেবার রুমসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে সংস্কারের কাজ চলমান আছে। এর মাধ্যমে হাসপাতালের হারানো সুনাম ও আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বুধবার বিকালে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের নার্সদের সঙ্গে হাসপাতাল মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নার্সিং কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. আসলাম খান, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের পরিচালক কে এফ রহমান, প্রশাসনিক কর্মকর্তা আশরাফদৌল্লা সুজন প্রমুখ।
প্রধান অতিথি নার্সদের উদ্দেশ্যে বলেন, আপনারা হাসপাতালের একটি অপরিহার্য অংশ। এখানে নানা সমস্যা আছে। এগুলো সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। তবে কোন মতেই সেবায় বিঘ্ন ঘটানো যাবেনা। হাসপাতালের রোগী বৃদ্ধির পাশাপাশি সেবার মানও বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে রোগীর সেবামান উন্নয়নে নার্সদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
বিডি প্রতিদিন/হিমেল