২ এপ্রিল, ২০২৩ ০৫:১৫

সীতাকুণ্ডে ২৪ মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সীতাকুণ্ডে ২৪ মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সীতকুণ্ডের মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারার ২৪টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। ২০১৩ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন-সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগে এসব মামলা হয়েছিল।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, মহাদেবপুর এলাকায় বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে দলবল নিয়ে অবস্থান করেছিল মামুন রেজা। রাত পৌনে ১২টার দিকে পুলিশের একটি দল ওই এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে পুলিশ মামুনকে গ্রেফতার করে।

শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি সীতাকুণ্ড পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোবহানবাগ এলাকায়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর