২ এপ্রিল, ২০২৩ ১৬:৩১

ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে খেয়াল খুশি মতো দামে পণ্য বিক্রির অভিযোগে সেভওয়ে কসমেটিকস ও মনি শাড়ি’জ নামের দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ। রবিবার দুপুরে নগরীর প্রবর্তক মোড় এলাকায় অধিদপ্তরের এক অভিযানে এই জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিতে নানা অনিয়ম ধরা পড়ে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘বিদেশি পণ্য হলেও পোশাকগুলো আমদানির কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠান দুটি। এছাড়া কাপড় আমদানির কাগজপত্র দেখাতে পারেননি বিক্রেতারা। ক্রয় রশিদ-বিক্রয় রশিদও ছিল না। এসব পণ্য কতো দামে কিনা তার কোনো প্রমাণ ছিল না। বিক্রেতারা ইচ্ছেমতো বাড়তি দাম বসিয়ে পণ্য বিক্রি করছিল। এ জন্য দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।’

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর