বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইভিএম বা ব্যালট বিষয় নয়, বিষয় হচ্ছে অনির্বাচিত অবৈধ সরকারের অধীনে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে ভোট চুরির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে জনগণ বা বিএনপি যাবে না। ইভিএম হলো না ব্যালটে হলো এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই।
আজ উত্তর জেলা বিএনপির আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম ফজলুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় সদস্য ব্যারিষ্টার মীর হেলাল, তারিকুল আলম তেনজিং, উদয় কুসুম বড়ুয়া সাথী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল