২৪ এপ্রিল, ২০২৩ ১৯:০১

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি

নগরের আকরশাহ থানার বিশ্বকলোনী এলাকায় মিশু নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে পরিবার বলছে হত্যা করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। রবিবার ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গৃহবধূর চাচা সাইফুল ইসলাম বলেন, মিশুকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। তারা প্রেম করে বিয়ে করেছে। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছে এবং সকালে তার মৃত্যু হয়েছে।

আকবরশাহ থানার ওসি ওয়ালী উদ্দীন আকবর বলেন, এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়নি। আমরা অপমৃত্যু হিসেবে লিপিবদ্ধ করেছি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর