আগামী ৩০ এপ্রিল শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম থেকে অংশ নিবে ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী। গত বছর অংশ নিয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৬১২ জন। গত বছরের তুলনায় এ বছর শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য গঠন করা হয়েছে স্পেশাল ভিজিল্যান্স টিম এবং শিক্ষার্থীদের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ২১৬টি কেন্দ্রে ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। গতবারের চেয়ে এবার ৫ হাজার ৫৭ জন পরীক্ষার্থী বেড়েছে। পাশাপাশি গতবার অংশ নেওয়া বিদ্যালয়ের সংখ্যা ছিল ১ হাজার ৯২ টি, তবে এবার সে সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১০৭টি। এছাড়াও পরীক্ষা সুষ্ঠ ু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিম ও ১২ টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।
জানা যায়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৮৬ হাজার ৪৯৯ ও ছাত্র রয়েছে ৬৮ হাজার ২৭০ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৩৪ হাজার ৩২ জন, মানবিকে ৫৯ হাজার ৫৩৩ ও ব্যবসায় ৬১ হাজার ২০৪ জন।
এছাড়াও চট্টগ্রাম মহানগর ও দুই জেলা মিলে ১ লাখ ৬ হাজার ৮৮৫ শিক্ষার্থী, কক্সবাজার জেলায় ২৪ হাজার ৩৩০ শিক্ষার্থী, রাঙামাটি জেলায় ৮ হাজার ৭৪২ শিক্ষার্থী, খাগড়াছড়ি জেলায় ৯ হাজার ৮৬৬ শিক্ষার্থী ও বান্দরবান জেলায় ৪ হাজার ৯৪৫ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিবে। গত বছরের তুলনায় এ বছর চট্টগ্রাম কক্সবাজারের পাশাপাশি তিন পার্বত্য জেলায়ও বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা।
চট্টগ্রাম জেলা গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৯শ’ ৬৫ জন, কক্সবাজারে ৮৯৯ জন, রাঙামাটিতে ১ হাজার ৮৪ জন, খাগড়াছড়িতে ১ হাজার ২শ’ ৬ জন ও বান্দনবানে ৯শ’ ২ জন পরীক্ষার্থী। রাঙামাটি ও খাগড়াছড়িতে সবচেয়ে বেশি পরীক্ষার্থী বেড়েছে।
বিডি প্রতিদিন/হিমেল