চট্টগ্রামের শিকলবাহা এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- হোসনে আরা বেগম (৫০) ও তার ছেলে মো. পারভেজ (৩০)। এদিকে ঘটনার পরপরই তিনজনকে আটক করেছে পুলিশ। অন্যদের ধরতে অভিযান অব্যাহত।
মঙ্গলবার (২৫ এপ্রিল) শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। এছাড়াও ওই পরিবারের আরও দুই সদস্য আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের রাস্তা নিয়ে প্রতিবেশী এক পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল হোসনে আরার পরিবারের। রাস্তায় গাড়ি চলাচল করলে বাড়ির দেয়ালে লাগছে, এ অজুহাতে হোসনে আরার পরিবার রাস্তায় গাড়ি চলাচলে বাধা দিতে পিলার বসানোর চেষ্টা করে। প্রতিবেশী পরিবারের সদস্যরা তাতে আপত্তি তোলে। এ নিয়ে গত ৫ এপ্রিল একবার দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছিল। আজ সন্ধ্যায় পুনরায় দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে হোসনে আরাসহ কয়েকজন আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক হোসনে আরা ও তার ছেলে পারভেজকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার শাকিলা সুলতানা বলেন, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে মামলাও হয়েছে। দুইপক্ষের মধ্যে মারামারি হয়। মা ও ছেলে নিহত হয়। এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ