চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজীব বৈদ্য (৩২) ও শুভ দাস (২০)।
এর আগে গত ২০ এপ্রিল সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডের অফিস সহায়ক রতন দত্ত নামের এক কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। তাছাড়া, গত ২৫ এপ্রিল একই ওয়ার্ড থেকে ওয়ার্ড মাস্টার কামরুল ইসলামকে আটক করে পুলিশ।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বিভিন্ন সময় দুইজন ব্যক্তি এমনি ঘোরাঘুরি করছিল। বিষয়টি আমাদের সন্দেহ হয়। তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। বুধবার সকালে তাদের গাইনী ওয়ার্ড থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত