চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথার পিছনে থেঁতলানো, জখমও আছে। পায়ে সমস্যা থাকায় তিনি স্ট্রেচার ব্যবহার করতেন। ধারণা করছি, রাতের কোনো এক সময় পানিতে নামার সময় পা পিছলে পুকুরে পড়ে ডুবে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম