২৩ জুন, ২০২৩ ১৮:৩৬

৬৪ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়িতে ভিড়েছে জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৬৪ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়িতে ভিড়েছে জাহাজ

মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ

ইন্দোনেশিয়া থেকে ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘নাবিওস অ্যাম্বার’। শুক্রবার সকালে গভীর সাগর থেকে কৃত্রিম চ্যানেল (ব্রেক ওয়াটার) দিয়ে জাহাজটি জেটিতে আনা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের অভিজ্ঞ পাইলটদের নেতৃত্বে পাইলটেজ টিম জাহাজটি সতর্কতার সঙ্গে জেটিতে নিয়ে আসেন। এরপর থেকে শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাসের কার্যক্রম। এ নিয়ে গত দুই মাসে এলো ৩ লাখ টনের বেশি কয়লা।

মাতারবাড়িতে কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ এটি। এর আগে চারটি জাহাজে করে প্রায় আড়াই লাখ টন কয়লা এসেছে। কয়লা নিয়ে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম চলছে। তবে এখনও বন্দর হিসেবে গড়ে না উঠলেও গত দেড় বছরে ১১৬টি জাহাজ ভিড়িয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর