২০১৩ সালে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া একটি নাশকতার মামলায় গ্রেফতার হয়েছেন এক মৎস্যজীবী লীগ নেতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগাড়া পুলিশ সাজাপ্রাপ্ত এই নেতাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের নাম আবদুল আজিজ। তিনি লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ও স্থানীয় মৃত আবদুর রহমানের সন্তান।
লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবদুল আজিজকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ২০১৩ সালে জামায়াত-শিবিরের একটি নাশকতার মামলায় তার সাজা হয়। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত