চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাছাড়া নতুন করে আরও ২২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা যান ৭১ জন এবং মোট ডেঙ্গু আক্রান্ত হন ৮ হাজার ৫০০ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদনী আক্তার নামে ১০ বছর বয়সী এক শিশু গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটি আগ্রাবাদ এলাকার বাসিন্দা। একইদিন চমেক হাসপাতালে ভর্তির পরপরই মারা গেছেন ৬৪ বছর বয়সী শামসুল হক নামের এক ব্যক্তি। তিনি চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা। দুই রোগীর মৃত্যুর কারণ ‘ডেঙ্গু এক্সপান্ডেড শক সিনড্রোম’ বলে জানানো হয়। অন্যদিকে, নতুন আক্রান্তদের মধ্যে চমেক হাসপাতালে ৪০ জন, বিআইটিআইডি হাসপাতালে ১৭ জন, জেনারেল হাসপাতালে ১৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন। তাছাড়া, ১৩৫ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিডি প্রতিদিন/এএম