চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর কালুরঘাট এলাকার কর্ণফুলী তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-পুলিশের ওসি একরাম উল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করা হয়। এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশটির পড়নে কালো প্যান্ট, হলুদ শার্ট এবং দুই হাতে আংটি রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম