১১ ডিসেম্বর, ২০২৩ ০০:২৯

প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রামের তিন প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রামের তিন প্রার্থী

রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিলের পর নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রামের আলোচিত তিন প্রার্থী। এই তিনজন হলেন চট্টগ্রাম-১ আসনের প্রার্থী মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবদুচ ছালাম ও চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী আবদুল মোতালেব। তিন প্রার্থীই আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি। পরে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাইয়ের সময় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় গরমিলের কারণে এই তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিলো। পরে তারা কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। রবিবার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে তাদের মনোনয়নপত্র বৈধ বিবেচিত হওয়ার পর তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন।

প্রার্থিতা ফিরে পেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, ‘জনগণের দোয়া ও ভালোবাসায় প্রার্থিতা ফিরে পেয়েছি। এখন ভোটের প্রস্তুতি নিবো।’

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব বলেন, ‘অনেক রকমের ষড়যন্ত্র হয়েছে। দিনশেষে ন্যায়বিচার পেয়েছি। এজন্য শুকরিয়া।’

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর