৬ জানুয়ারি, ২০২৪ ১৯:০০

আমাদের সঙ্গে পারবে না, ২০-৩০ জন মার্ডার হবে : নদভী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আমাদের সঙ্গে পারবে না, ২০-৩০ জন মার্ডার হবে : নদভী

আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

চট্টগ্রামের ভোটের আগে এবার সাতকানিয়া থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের শাসালেন চট্টগ্রাম-১৫ আসনের নৌকার প্রার্থী বর্তমান এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। 

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নদভীর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসময় তাকে বলতে শোনা যায়, ‘এখন আমার কথা হলো যে- আপনারা সাত্তার সাহেব, শিবলী নোমান, ইউনুস সাহেব, আপনারা আমাকে ২টার মধ্যে একটা কথা বলেন, কালকে থেকে আমরাও কি মাঠে নেমে যাবো মারামারিতে? মাঠে নেমে যাবো কি-না? আমাদের সঙ্গে পারবে না, কিন্তু ২০ থেকে ৩০ জন মার্ডার হয়ে যাবে। করবো নাকি আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন’। 

তিনি বলেন, ‘আপনারা আসতেছেন সামরিক সচিব টেলিফোন করার পরে। সামরিক সচিব টেলিফোন করা মানে বুঝেন তো। আমাকে বিভাগীয় কমিশনার সাহেব বলেছেন, ডিসি সাহেব বলেছেন, ডিআইজি মিনা সাহেব বলেছেন- সামরিক সচিব কড়া অর্ডার দিয়েছে। এখন আপনারা কি করবেন না করবেন? এই যে তালিকা দিয়েছি, এই তালিকার যদি পুরো গ্রেফতার না করেন, তাহলে কালকে...’।

ভিডিও’র বিষয়ে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি। 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, এই ধরনের ভিডিও আমার নজরে এখনও আসেনি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর