১৬ মার্চ, ২০২৪ ১৯:২৬

চট্টগ্রামে আগুনে পুড়ে ছাই দুটি গাড়ি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আগুনে পুড়ে ছাই দুটি গাড়ি

প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি গাড়ির গ্যারেজের অগ্নিকাণ্ডে দুটি মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে সাতকানিয়া পৌরসভার মধ্যম রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া গাড়িগুলোর একটি নোহা (চট্টমেট্টো- চ-১১-৬৩১১) ও অন্যটি মাইক্রোবাস (টিআরএক্স) চট্টমেট্টো- চ-১১-৮২৯১।

গ্যারেজ মালিক মোহাম্মদ ইলিয়াছ জানান, ‘রাত দেড়টার দিকে চট্টগ্রাম শহর থেকে গিয়ে নোহা গাড়িটি গ্যারেজে রাখা হয়। অন্য মাইক্রোবাসটি বৃহস্পতিবার থেকে ছিল। রাত আড়াইটার দিকে খবর আসে গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে গিয়ে দেখি গ্যারেজ ও গাড়ি দুটি পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে আমি জানি না।’ ইলিয়াস নোহা গাড়ির মালিক। অন্য গাড়িটির মালিক মো. ওসমান নামের স্থানীয় আরেক ব্যক্তি।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন জানান, গ্যারেজে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তাদের একটি দল। তবে আগুন নেভার আগেই গাড়ি দুটি পুড়ে যায়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর