৪ এপ্রিল, ২০২৪ ১১:৩১

চসিক কাউন্সিলরের বিরুদ্ধে ভ্যানচালকের মামলা

অনলাইন ডেস্ক

চসিক কাউন্সিলরের বিরুদ্ধে ভ্যানচালকের মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেছেন মো. হারুন নামের এক ভ্যানচালক। গত মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের আদালতে অভিযোগ করার পর খুলশী থানাকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন আদালত। মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়।  মামলার বাদীর আইনজীবী ফয়সাল নুর বলেন, হারুন নামের এক ভ্যানচালক আদালতে মামলাটি করেন।

আদালত বাদীর অভিযোগ গ্রহণ করে খুলশী থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৭ মার্চ আসামিরা জালালাবাদ এলাকার বাদীর আত্মীয় রাবেয়া আক্তারের বাসায় অস্ত্রসহ হামলা করে। এ সময় বাদী ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে। বাদী হাত দিয়ে কোপ প্রতিহত করতে চাইলে তার আঙুল কেটে যায়। সেদিন আসামিরা বাদীকে বেধড়ক মারধর করে হত্যার চেষ্টা করে। এর আগে ওই ভ্যানচালকের আত্মীয় রাবেয়া আক্তার ২৮ মার্চ খুলশী থানায় মামলা করেন। এতে ওয়াসিমসহ ১৩ জনের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ আনা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর