চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। নিহত দুজনেই সম্পর্কে তারা খালাতো ভাই। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাজিরহাট পৌরসভার ইমামনগর এলাকার তৌহিদুল আলমের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ ও ইউসুফ চৌধুরীর ছেলে মুস্তাকিম চৌধুরী। এ ঘটনায় আহত হয়েছেন রাহাত (১৬) আরেক মোটরসাইকেল আরোহী।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বলেন, মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে তিন জন আহত হয়। তার মধ্যে দুইজন নিহত হয়েছে ও একজন আহত অবস্থায় আছে। এই ঘটনায় বাস জব্দ করা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        