চট্টগ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ছেলেদের হাতে খুন হয়েছেন নুরুল ইসলাম চৌধুরী নামের এক বাবা। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর কর্ণফুলী থানাধীন বড় উঠান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিদেশে পালিয়ে যাওয়ার সময় দুই ছেলেকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।
সিএমপির কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, বুধবার রাতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নুরুল ইসলামে কুপিয়ে হত্যা করেন দুই সৎ সন্তান। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি (ইমিগ্রেশন) মোস্তফা মহসিন বলেন, বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। সকাল ১০টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন আরেক ছেলে মো. নিজাম উদ্দিন।বিডি প্রতিদিন/জুনাইদ