চট্টগ্রাম নগরীর শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লিংক রোডের পাশ থেকে ওসমান সিকদার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান সিকদার বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়ার্টারের বাসায় থাকতেন।
পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, বিমানবন্দর সংলগ্ন লিংক রোডের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যরা এসে শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের দাবি ওসমান বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল। তাকে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমএস