চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের সীমান্ত মার্কেট এলাকায় পটুনিতে মো. জাহাঙ্গীর আলম আইয়ুব (৫০) নামে এক বিএনপি সমর্থক খুন হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আইয়ূব জাহাঙ্গীরের বাড়ি সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে।
খুনের ঘটনায় অভিযুক্ত সাহাব উদ্দিন সুমন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আইয়ূব জাহাঙ্গীর বিএনপির সক্রিয় কর্মী, সুমন যুবদল নেতা। প্রাথমিক তদন্তে জানতে পারি, তাদের মধ্যে টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল। সুমন আইয়ূবের কাছ থেকে টাকা পেতেন। দুপুর ১টার দিকে পাওনা টাকা নিয়ে আইয়ূবের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন ও তার কয়েকজন সহযোগী মিলে আইয়ূবের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা করে। আহত আইয়ূবকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল