চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ১৫ বছরের স্বৈরাচারের শাসন শেষ করে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্ররা যেভাবে দেশকে গড়তে চান, জামায়াতে ইসলামী সেটা যুগ যুগ ধরে বাস্তবায়ন করতে চায়। এজন্যই জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসির রশি গলায় নিয়েছেন। এখন সময় দেশকে গড়ার। আগামীর দিন হবে সাম্য, সৎ ও দেশপ্রেমের। কোনো তাঁবেদারি শক্তিকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সাবেক আমীর এম ওয়াজেদ আলী, নায়েবে আমীর মুহাম্মদ শাহ আলম, উপজেলা সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, ছদাহা ইউনিয়ন আমীর মাওলানা ফৌজুল কবির প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল