চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা আদায় করেছে।
আজ বৃহস্পতিবার এনায়েত বাজার জুবলি রোড এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।
অভিযানে গৃহকর বকেয়া থাকায় একটি স্থাপনা থেকে ২ লাখ ৬৫ হাজার ২০০ টাকা এবং ট্রেড লাইসেন্স ফি না দেওয়ায় সাতজন ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার ৩৭০ টাকা আদায় করা হয়।
প্রণয় চাকমা বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি গড়ে তুলতে রাজস্ব আয় বাড়ানো জরুরি। নগর উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নাগরিকদের সময়মতো গৃহকর ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করতে হবে।
চসিক জানিয়েছে, রাজস্ব ফাঁকি ঠেকাতে নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কর কর্মকর্তা, ট্যাক্স কালেক্টর, লাইসেন্স পরিদর্শক ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ