খুলনা মহানগরীর নিউমার্কেট টেক্সটাইল মিল এলাকায় শেফালী রানী বনিক (৫০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ওই বাড়িতে ডাকাতিকালে তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয় বলে পুলিশ দাবি করেছে। ঘটনাস্থল থেকে সজল নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত শেফালী রানী বনিক ওই এলাকার মৃত গোবিন্দ লাল বনিকের স্ত্রী।
জানা গেছে, রবিবার রাত আটটার দিকে চার যুবক ওই বাড়িতে প্রবেশ করে। এসময় শেফালী রানী বাড়িতে একা ছিলেন। যুবকরা শেফালীকে এলোপাথাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করে ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায়। তবে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সজল নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক সজল ওই এলাকারই বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ