রাজধানীর শ্যামপুরের জুরাইন থেকে শাহ আলম (৩৭) নামের এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৩ এর একটি দল রবিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক মো. মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় শাহ আলমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৯০টি ইয়াবা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ