চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ইপিজেডের ফ্রেন ব্যাক্স নামের একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অাজ সকাল পৌনে ছয়টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়েই আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড ইউনিটের ৬টি দুর্ঘটনাস্থলে গাড়ি পাঠানো হয়। তারা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে আগুন লাগার কারণ কি ও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান তারা।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ