র্যাব পরিচয়ে রাজধানীর মতিঝিল থেকে ৪০ লাখ টাকাসহ অপহৃত ব্যক্তিকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্পের ভেতর অপহরণকারীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে দু'জন গুলিবিদ্ধসহ চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ভুয়া র্যাব বলে পুলিশ জানিয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছিনতাই হওয়া ৪০ লাখ টাকার মধ্যে ১৫ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মাইক্রোবাস একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া ও র্যাবের তিনটি ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বাচ্চু (৪৫), হারুন (৪২), এনায়েত (৩৫) ও কামাল (৪০)। তাদের মধ্যে গুলিবিদ্ধ বাচ্চু ও হারুনকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর ২০১৫/শরীফ